মায়াবিনী (নষ্ট ক্যাঁপাচিটার)

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২৯ মার্চ, ২০১৫, ১০:৩৬:৪২ রাত

--মায়াবিনী বিহারিণী --

আখিঁ ছল ছল করে দিবানিশির তরে,

সুখ কিনিবে তবে মোহে পরে তোর

আমি হয়িছিনু আপন তোরে করিয়া বরণ।

সুখ দেখিয়া চেয়েছিনু তোর মনখানি

কেবা কি করিয়া মোর মন তবে আদলে

রাখিয়া মোর চোখে ঝড়ায়ে দিলে পানি।

আধারের কাছে খুজে পেয়েছিনু তোর মনখানি

মুক্ত বাতাসে উড়িয়ে দিয়েছিনু

তোর সবি নিশ্বাসের বিশ্বাস

দির্ঘশ্বাস ফেলিয়া তোর পানে চেয়ে রহিয়া করিয়া বরন মরন নেশার খেলা,

তোর কথা ভাবতে ভাবতে মোর

মন খানি হয়ে উথালা পরে নদীর তীরে

তোকে এখনও খুজি হাজারের ভিরে ।

মধ্যভোজনে তোরে আবার মনে পরে

রৌদ্রময় আকাশের দিকে চেয়ে রহিয়া থাকি

তুই ছিলি মোর প্রানের ময়না পাখি।

এখনও তোরে বুকের ভিতরে বাধিয়া রাখিতে

চেষ্টা চালিয়ে যাই দিবানিশির তরে

তোর মুখের একটুখানি কথায় মোর মনটিও ভরে।

তবুও দুটি আখিঁ ছল ছল করে ফেলিতে চাই জল

চোখদুটি বলে বেরুবে না আর তোর চোখ দিয় জল

আমারেই থাকবা তুমি স্পটে গাথিয়া রেখে আমি তোমার কাছে ভিখারিনী

ওগো নও তুমি পর মোর তুমিই মায়াবিনী বিহারিণী।।

বিষয়: সাহিত্য

১২১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311708
২৯ মার্চ ২০১৫ রাত ১০:৫৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
৩০ মার্চ ২০১৫ দুপুর ১২:৫০
252847
shaidur rahman siddik লিখেছেন : ধন্যবাদ
311729
৩০ মার্চ ২০১৫ রাত ০১:০৪
নূর আল আমিন লিখেছেন : মাশ আল্লাহ ভালো লিখছেন। সন্ধ্যায় ফেবুতে পড়ছি
৩০ মার্চ ২০১৫ দুপুর ১২:৫১
252848
shaidur rahman siddik লিখেছেন : আপনার আইডি নামটা দিবেন.। ফেসবুকের. ??
311777
৩০ মার্চ ২০১৫ সকাল ১০:৪৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Cheer Cheer Skull প্রেমের নাম বেদনা!
৩০ মার্চ ২০১৫ দুপুর ১২:৫১
252849
shaidur rahman siddik লিখেছেন : জ্বী Tongue Tongue Tongue Love Struck Crying
311788
৩০ মার্চ ২০১৫ দুপুর ১২:৫০
shaidur rahman siddik লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File